বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন
তারিখঃ ০৩/০৭/২০২১ ইং কঠোর লকডাউনের প্রথম দুই দিনে নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ও রাস্তায় বের হওয়ায় ৫২৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে দুই লাখ ২১ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলার পাঁচ উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে ৫২৮টি মামলায় দুই লাখ ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে লালমনিরহাট জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, শুক্রবার জেলায় নতুন করে ১২ জন করোনা পজিটিভ হন। এসময় মারা গেছেন একজন। জেলায় এ পর্যন্ত এক হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৮ জন।
রংপুর প্রতিনিধিঃ আছাদুল্লাহ্ হাবীব