বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
জাহিদুল ইসলাম নিক্কন: ঈশ্বরদী মারমীর ঐতিহাসিক বটতলার শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পাঠাগারের বারো বছরে পদার্পন উপলক্ষে গতকাল রাতে নিজস্ব হল রুমে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পাঠাগারের প্রতিষ্ঠাতা সমাজসেবক আশরাফুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি পলাশ এবং অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেন। পরে অতিথিরা শিক্ষার্তীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন।