শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শিরোনাম
মানুষ এখন শখ করে পান্তা ভাত খায় : খাদ্যমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশের অংশীদার হই, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত রই’ জয়পুরহাটে সমবায়ীদের তোপের মুখে যুগ্মনিবন্ধক ডিএমপি কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সার্বিক স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা ‘হু’ প্রধানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন কাউন্সিলর ডেরেক শোলের সাক্ষাৎ বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান কৃষিমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অর্থ আত্নসাৎ, দুই বছর বেতন বাড়বে না সমাজসেবা কর্মকর্তার

পেকুয়ায় গৃহবধুকে বালিশচাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা

পেকুয়া (প্রতিনিধি): কক্সবাজারের পেকুয়ায় যৌতুক না পেয়ে হুরে জান্নাত (১৭) নামের এক গৃহবধূকে নিষ্টুরভাবে পিটিয়ে ও বালিশচাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী বিরুদ্ধে। শুক্রবার (১৪ জানুয়ারী) দুপুরে উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া ষাটদুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরন করে।

নিহত হুরে জন্নাত ষাটদুনিয়া পাড়া এলাকার মো. রিফাতের স্ত্রী ও পেকুয়া সদর ইউনিয়নের মছিন্যাকাটা এলাকার মৌলভী আবু বক্করের মেয়ে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী, শ্বাশুর, শ্বাশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহতের বাবা মৌলভী আবু বক্কর বলেন, দেড় বছর আগে হুরী জান্নাতের বিয়ে হয়। পাঁচ মাস বয়সী কন্যা সন্তান আছে তার। বিয়ের পর থেকে স্বামী রিফাত যৌতুকের জন্য হুরি জান্নাতকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। এনিয়ে কয়েকবার মেয়ের শ্বাশুরবাড়িতে স্থানীয়ভাবে সালিশি বৈঠক হয়েছে। কিন্তু তাদের চাহিদা মতো যৌতুক দিতে না পারায় আমার মেয়েরে ওপর নির্যাতন বন্ধ হয়নি।

বৃহস্পতিবার রাতে হুরে জান্নাতকে আবারও নিষ্টুরভাবে মারধর করে স্বামী রিফাত ও তার পরিবারের লোকজন। এতেও তারা ক্ষান্ত হয়নি। এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে আমার মেয়েকে হত্যা করে। পরে লাশ ঘরে রেখে সকলেই সটকে পড়ে।
পলাতক থাকায় ও মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন থাকায় অভিযুক্তদের বক্তব্য নেওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, খবর পেয়ে গৃহবধূ হুরে জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পবিরারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সংশ্লিষ্ট আইনে মামলা নেয়া হবে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© ইন্দোবাংলা২৪.কম সকল অধিকার সংরক্ষিত ২০২৩।
কারিগরি সহায়তায়: অল আইটি