বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশের মাসিক অপরাধ সভায় রাজশাহী বিভাগের মধ্যে আবারও শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে বগুড়া।
এছাড়া আট জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন বগুড়ার সুদীপ কুমার চক্রবর্ত্তী। তার সাথে বগুড়া পুলিশের আরও ৪ কর্মকর্তা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, সদর থানার ওসি সেলিম রেজা, ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক ও ধনুট থানা পুলিশের শ্রেষ্ঠ এসআই মুহা. আসাদুজ্জামান।
এপ্রিল মাসের কাজের মূল্যায়ন অনুযায়ী বুধবার (১১ মে) বগুড়া জেলা পুলিশকে এই সম্মাননা দেয়া হয়।
রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সম্মাননা স্মারক বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর হাতে তুলে দেন ডিআইজি আব্দুল বাতেন।
বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অনন্য পেশাদারিত্বের স্বীকৃতিস্বরুপ রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে বগুড়া শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, জেলা পুলিশের থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রের আইসি, ওসি, সার্কেল অফিসার, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রত্যেক পুলিশ সদস্য এ শ্রেষ্ঠত্ব অর্জনের গর্বিত অংশীদার।
সার্বিক পুলিশিং কার্যক্রমে সহযোগিতা করার জন্য বগুড়া জেলার সকল শ্রেণি-পেশার নাগরিকের কাছে কৃতজ্ঞ বলে জানান তিনি ।