বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে বৈশাখী (১২) নামের এক ছাত্রী মৃত্যুবরণ হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলায় ছোট্ট মানিক এলাকায় এ ঘটনা ঘটে।
বৈশাখী হলো উপজেলার দমদমা এলাকার নিখিল চন্দ্রের মেয়ে ও পাঁচবিবি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, স্কুল ছুটির পর তিন বান্ধবী বাড়িতে না গিয়ে ছোট যমুনা নদীর মাউরীতলা সেতুর উত্তর পার্শ্বে গোসল করতে নামলে প্রবল স্রোতে পড়ে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ সেতুর দক্ষিণ পার্শ্বে ভাসতে দেখে উদ্ধার করে সংশ্লিষ্ট প্রশাসন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।
ইন্দোবাংলা/এস. এম