বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
জয়পুরহাট প্রতিনিধি: ২৩ জুলাই, ২২ইং জয়পুরহাটে জেসমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টার এর সামনে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান।
নিহত জেসমিন হলো জেলার সদর উপজেলার বম্বু ইউনিয়নের হানাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী এবং লালমনিরহাট জেলার নাঙ্গলহাট বাবুর হাটের ইসলামের মেয়ে বলে জানা গেছে। সে কন্যা সন্তানের জননী বলে পরিবার সুত্রে জানা গেছে।
ওসি জানান, সকালে জয়পুরহাট শশুরবাড়ি থেকে বাবার বাড়ি লালমনিরহাটে যাচ্ছিল গৃহবধূ জেসমিন ও তার পরিবারের সদস্যরা। যাওয়ার পথে শহরের পৌর কমিউনিটি সেন্টার এর সামনে অটো ভ্যানের চাকায় জেসমিন আক্তারে পরনের থাকা ওড়না জড়িয়ে গিয়ে তার গলায় ফাঁস লাগে। পরে অটো ভ্যানটি দাঁড়াইয়ে ওই গৃহবধূকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দুপুরে পরিবারের কাছে ওই গৃহবধূর লাশ হস্তান্তর করা হয়েছে।
ইন্দোবাংলা/আর.এ