জয়পুরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মোজাহার আলী প্রধানের ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের সরদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক অধ্যক্ষ সামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, গোলজার হোসেন, জেলা বিএনপির নেতা আলী হাসান মুক্তা, উজ্জ্বল প্রধানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলার কেন্দ্রীয় মসজিদের সাবেক পেশ ইমাম লোকমান হোসেন।
ইন্দোবাংলা/আর. কে