শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
হেফাজতের কর্নধার বাবুনগরী হাটহাজারী কওমী মাদ্রাসার বর্তমানে প্রিন্সিপাল। সাদামাটা জীবনে অভ্যস্ত। ইসলামের জন্য অন্তপ্রান।ধর্ম,আখলাখ,আকিদা রক্ষার ব্রত নিয়ে হেফাজতের স্টিয়ারিংয়ে বসে কুফরির বিরুদ্ধে নেমেছেন। বেতন ভাতা সর্বসাকুল্যে ৩০+ হাজার টাকা,খাওয়া, থাকা ফ্রি।ব্যাংক ব্যালেন্স হওয়ার কথা ইসলাম। কিন্তু বাস্তবে সবই মেকি। মুখোশের আড়ালে ধর্মীয় ধান্দ্বাবাজী। বাবু নগরী সম্পর্কে ভয়াবহ তথ্য! বাবু নগরীর ব্যাংক একাউন্টে আছে ৪৪ কোটি টাকা। স্থাবর অস্থাবর মোট সম্পদের পরিমাণ ২৫০ কোটি টাকা। দৃশ্যমান কোন ব্যাবসা বা শিল্প প্রতিষ্ঠানের মালিকও নন। সরকারকে কোন আয়কর দেন না, কোন টিন নম্বরও নাই। অর্থের উৎস কি? এই ভন্ড উগ্রবাদী ধর্ম ব্যাবসায়ী বদমায়েশরা আমাদের কথায় কথায় জনগনকে নাস্তিক, কাফের, মুরতাদ ঘোষণা করে। আসলে এরাই প্রকৃত নাস্তিক,কাফের।