মঙ্গলবার, ০৫ Jul ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন
আজ যেন শিশুকালে ফিরে গেলাম এই খাইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী সদর, ফেনী।বার বার আমাকে বাল্যস্মৃতির কথা স্বরন করিয়ে দিচ্ছে। ৭০ দশকের দিকে আমি এই স্কুলের ছাএ ছিলাম।শ্রী মানিক স্যার ছিলেন প্রধান শিক্ষক অবশ্য মানিক স্যার এর বাবা ও এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমি স্যার এর বাবার কিছুদিনের ছাত্র ছিলাম।তখন স্কুলটি টিনের চাউনি ছিলো বৃষ্টি হলে পানি পড়তো। আজ এই স্কুলটির এই অবস্থা দেখে নিজেই খুশিতে আটখানা। এই স্কুলটি আমার লিখা অনেক গল্প কবিতায় স্থান পেয়েছে । ধন্যবাদ জানাই তাদের যাদের আপ্রাণ চেষ্টায় আজ এই প্রিয় স্কুল এই অবস্থান এসেছে।
আজ ৮/০৬/২০২১ বিদ্যালয়ের নতুন ভবন LGED হতে বুঝে নেয়া হয়। সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী জনাব মনির হায়দার, ঠিকাদার সাহেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুভ কামনা রহিল সবার জন্য।
– নজরুল ইসলাম বাঙালি