শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম নিক্কন: মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতায় আইজিপির নেতৃত্বে দেশের প্রতি থানায় একটি করে দরিদ্রের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন,পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম। আজ দুপুরে পৌর এলাকার অরোনকোলা আমিন পাড়ার হতদরিদ্র মামুন শেখকে দেওয়া ঘর নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের সভাপতিত্বে ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, জমিদাতা পৌর কাউন্সিলর আবুল হাসেম, ওসি তদন্ত হাদিউল ইসলাম,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না,পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম পারভেজ, পুলিশ পরিদর্শক পারভেজ শেখ, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম সহ কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা নির্মানাধীন ঘরের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন।