শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
হাফিজুর রহমান হাফিজ : স্টাফ রিপোর্টার পাবনা,
রাষ্ট্রপতি পুলিশ পদক সাহসিকতা পিপিএম পাওয়ায় কক্সবাজার মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
পাবনার কৃতি সন্তান মোঃ আব্দুল হাই নিউটন পিপিএম কে তার পাবনার এস এস সি ৯১ ব্যাচের সকল বন্ধদের শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠিত হলো।
একজন সৎ ও কর্তব্যপরায়ন বন্ধুকে পাশে পেয়ে পাবনার বন্ধুরা আবেগাপ্লুত হয়ে ওসি আব্দুল হাই পিপিএম কে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করার প্রয়াসে বুধবার দুপুর ২ টার সময় শহরের প্রানকেন্দ্র রাধানগর অগ্রদূত মোটর্সের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠানে বন্ধুরা আবদুল হাই এর ছেলেবেলা থেকে চাকরি জীবন পর্যন্ত জীবনি আলোচনা করা হয়।
ওসি তার বক্তব্যে বন্ধুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন আয়োজন করার জন্য।সেই সাথে সকল বন্ধুদের মহেশখালি আমন্ত্রণ করেন।এবং সবাইকে ধর্মীয় অনুশ্বাসন মোতাবেক চলার আহ্বান জানান।
আলোচনা শেষে সকল বন্ধুদের জন্য মধ্যান্ন ভোজের ব্যাবস্হা ছিলো।
কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আলাউদ্দিন পরাগের সঞ্চালনায় টিভিএস মোটর্সের পরিবেশক মুহাম্মদ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ওসি আব্দুল হাই।
অনুষ্ঠানে আরো আলোচনা করেন
মোঃ নূরুল আলম
সহযোগী অধ্যাপক এডওয়ার্ড কলেজ পাবনা।
মোঃ আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক দোগাছি কলেজ পাবনা। মোঃ আব্দুল আলিম খান,সহকারি অধ্যাপক কাশিনাথ পুর মহিলা কলেজ পাবনা।
মোঃ আমিনুল ইসলাম বাবলু
অফিস সেক্রেটারী পাবনা মোটর মালিক গ্রুপ।
মোঃ কবির উদ্দীন কবি
জোনাল ম্যানেজার এবিসি গ্রুপ
মোঃ আশরাফুজ্জামান টিংকু
সহকারি অধ্যাপক সিটি কলেজ পাবনা।
আবুল কালাম আজাদ
সহকারী শিক্ষক খয়ের সুতি স্কুল এন্ড কলেজ,পাবনা।
মোঃ মনোয়ারুল ইসলাম
উপ সহকারী প্রকৌশলী সিভিল, ডিজাইন সেনটার পাবনা।
মোঃ আনোয়ার হোসেন প্রভাষক আতাইকুলা ডিগ্রি কলেজ পাবনা।
মুর্শিদা আক্তার মিলি, প্রভাষক ইংরেজি, আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজ পাবনা।
মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক ইসলামিয়া কলেজ পাবনা।
গোলাম হাসনায়েন বিপ্লব,সহকারী অধ্যাপক ইসলামিয়া কলেজ পাবনা।
মোঃ শফিকুর রহমান শান্ত,সহকারী অধ্যাপক,ছলিমপুর ডিগ্রী কলেজ।
মোঃ ইসরাইল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক চশমা ব্যাবসায়ী সমিতি পাবনা।
রাজন মাহবুবুল হক, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব।
মোঃ মাহবুবুল আলম ফারুক, ব্যবস্হাপনা পরিচালক এমএস ল্যাবরেটরি ইউনানি।
মোঃ নূর এ ইসলাম উজ্জ্বল, পরিবেশক বসুন্ধরা এলপি গ্যাস।
মোঃ আনিসুর রহমান আনিস,সভাপতি রবিউল মার্কেট ব্যাবসায়ী সমিতি।
বিপ্লব দাস, এরিয়া ম্যানেজার কাজল ব্রাদার্স লিঃ অনুপম বুক।
মোঃ হাবিবুল্লাহ ইবনে হোসেন শসী, বিশেষ প্রতিনিধি সিএনএফ টিভি। ও
সাংবাদিক খালেদ আহমেদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিএনএফ টিভি ও বিশেষ প্রতিবেদক দৌনিক দেশ জগত পত্রিকা ও অন্যান্য বন্ধুরা।
আলোচনা শেষে প্রধান অতিথিকে ফুলের ত্বোরা সহ বিভিন্ন উপহার ও অভিনন্দন ক্রেষ্ট প্রদান করা হয়।