শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
ঈশ্বরদীতে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক স্বঃতকন্ঠ’র ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।১০ ফেব্রুয়ারি (বৃহঃপতিবার) সারাদিনব্যাপি অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পত্রিকাটির একঝাক নির্ভিক সাংবাদিক প্রাকৃতিক প্রতিকুল পরিবেশকে উপেক্ষা করে অনুষ্ঠানে যোগদান করেন। সকাল ১১ টায় স্বতঃকন্ঠ’র ঈশ্বরদী অফিস থেকে স্বতঃকন্ঠ’র প্রতিনিধিদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী দিয়ে শুরু হয়। দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারনে সংক্ষিপ্ত র্যালী শেষে পোষ্ট অফিস মোড়ে প্যাভিলিয়ন রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক নূরউদ্দিন শফি কাজল। সাজিদ মোর্শেদ খান রুশোর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট ডাঃ আতিক সিদ্দিকী। সভায় বিশেষ অথিতির বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি তৌহিদ আক্তার পান্না ও ঈশ্বরদী প্রেসক্লাবের সম্নানিত সভাপতি স্বপন কুমার কুন্ডু,প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক জংসন এর সম্পাদক এস এম রাজা,দৈনিক উন্নয়নের কথার প্রকাশক ও সম্পাদক আবুল হাসেম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহবুব মোর্শেদ খান জেম, ইতিহাস টুয়েন্টিফোর ও সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ মহসিন, সাপ্তাহিক প্রথম সকাল এর সম্পাদক ও প্রকাশক মোঃ মহিদুল ইসলাম, এমপি পুত্র যুবলীগ নেতা দোলন বিশ্বাস প্রমূখ। সভায় আরোও উপস্থিত ছিলেন, পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মমতাজ বেগম, সহকারী সম্পাদক মেহেদী হাসান মিশন, বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ, সিনিয়র ষ্টাফ রিপোর্টার আবুল কাশেম, ষ্টাফ রিপোর্টার পি কে এম আব্দুল বারি, স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টার শ্রী সৌরভ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার নিশাত তাসনিম, স্টাফ রিপোর্টার জান্নাতুল ফেরদৌস, স্টাফ রিপোটার্র ইমন আহমেদ সোহাগ, আটঘরিয়া প্রতিনিধি ফজলুর রহমান খান, রাজশাহী প্রতিনিধি হাবিল উদ্দিন, চাটমহর প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, বড়াইগ্রাম প্রতিনিধি মোঃ শাহ আলম, উল্লাপাড়া প্রতিনিধি আমিনুল ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি আখতারুজ্জামান মিরু, ভাঙ্গুড়া প্রতিনিধি আব্দুর রহিম, বেড়া প্রতিনিধি মোঃ ময়দুল মল্লিক, স্টাফ রিপোর্টার নিশাত তামান্না ফারিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রভাষক ও সাংবাদিক হাসানুজ্জামান, সংবাদভূমি’র সম্পাদক খালেদ মাহমুদ,এবিসি ন্যাশনাল নিউজের উজ্জল হোসেন প্রধান,বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি তুহিন হোসেন বিডিসি ক্রাইম নিউজের স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে অনাড়ম্বর পরিবেশে কেক কেটে দৈনিক স্বতঃকণ্ঠ’র ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরে আনন্দঘন পরিবেশে সকলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।