শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম নিক্কন:
প্রতি বছরের ন্যায় এ বছরও একটু ভিন্ন আঙ্গিকে সামাজিক সংগঠন ও ফেসবুক গ্রুপ ঈশ্বরদী’য়ান এর দুই মুখপাত্র অমিত ও জয় দুস্থ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে ঈদ উপহার।
এ বছর তারা ফেরি করে শাড়ি পৌঁছে দিচ্ছে ঈদ বস্ত্র কেনার মত সামর্থ্য নেই এমন মায়েদের দুয়ারে।
এ ব্যাপারে শাহরিয়ার অমিতের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের শহরে আমাদের নখদর্পণে যে মায়ের সন্তান নেই বা থেকেও নেই তাদের সন্তান হিসেবে আমরা আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
শফিকুল ইসলাম জয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফেরি করে শাড়ি দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার আমাদের মুখ্য উদ্দেশ্য হলো একজন মা দশটা শাড়ির ভেতর থেকে তার ঈদের উপহারের শাড়িটা নিজের হাতে যেন পছন্দ করে নিতে পারেন।