শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শিরোনাম
মানুষ এখন শখ করে পান্তা ভাত খায় : খাদ্যমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশের অংশীদার হই, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত রই’ জয়পুরহাটে সমবায়ীদের তোপের মুখে যুগ্মনিবন্ধক ডিএমপি কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সার্বিক স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা ‘হু’ প্রধানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন কাউন্সিলর ডেরেক শোলের সাক্ষাৎ বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান কৃষিমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অর্থ আত্নসাৎ, দুই বছর বেতন বাড়বে না সমাজসেবা কর্মকর্তার

কেন সাক্ষী হলে, ম্যাককালামের কাছে জবাব চান কেয়ার্নস

অবশেষে মুখ খুললেন ব্রেন্ডন ম্যাককালাম। সংবাদপত্রে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রিস কেয়ার্নস ম্যাককালামকে উদ্দেশ করে রীতিমতো কলামই লিখেছেন। যার শিরোনাম: ‘ব্যাখ্যা দাও কেন সাক্ষী হলে’। আদালত কেয়ার্নসকে নির্দোষ হিসেবেই রায় দিয়েছেন। কিন্তু কেয়ার্নসের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন ম্যাককালাম। এখন কেয়ার্নস তাই ম্যাককালামের কাছে প্রশ্ন রেখেছেন, ‘কেন তাহলে আমাকে দোষী প্রমাণ করতে সাক্ষ্য দিলে আদালতে?’

এই কলামের পরিপ্রেক্ষিতে বর্তমান কিউই অধিনায়কের দাবি, লন্ডনের আদালতে কেয়ার্নসের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে যে প্রমাণাদি হাজির করেছিলেন, তা ঠিকই ছিল। তিনি কেন সাক্ষ্য দিয়েছেন, সেটি তাঁর ব্যক্তিগত ব্যাপার। কেয়ার্নসকে এর ব্যাখ্যা তিনি দিতে যাবেন না।

কিছুদিন আগে ম্যাচ ফিক্সিং ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে চলা মামলায় লন্ডনের আদালত মুক্তি দিয়েছেন কেয়ার্নসকে। ম্যাককালাম সেই আদালতে সাক্ষ্য দিয়ে ম্যাচ ফিক্সিংয়ে কেয়ার্নসের জড়িত থাকার বিষয়ে কিছু প্রমাণ পেশ করেছিলেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই সাক্ষ্যের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন ম্যাককালাম, ‘কে দায়ী সাব্যস্ত হলো আর কে হলো না, এটা আমার দেখার কথা নয়। আমার কর্তব্য ছিল, আমার কাছে যে প্রমাণ আছে সেগুলো দিয়ে বিচার কাজে সহায়তা করা। ওই সময়, সত্যি কথা বলতে কি, আমি নিজেকে আবেগের ঊর্ধ্বেই রেখেছিলাম।’

একজনের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ তুলে ধরলেন আদালতে, কিন্তু আদালত তাঁর কোনো অপরাধের অস্তিত্ব খুঁজে পেল না—এমন অবস্থায় নিজের সুনামকে কি একটু প্রশ্নের মুখে ফেললেন? ম্যাককালাম তা মনে করেন না, ‘আমি মনে করি না সাক্ষ্য দেওয়ায় আমার সুনাম প্রশ্নের মুখে পড়েছে। আমি এই বিচারপ্রক্রিয়ার একজন সাক্ষীই কেবল ছিলাম।’

কেয়ার্নসের ‘ব্যাখ্যা দাও কেন সাক্ষী হলে’র দাবিতে সাড়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন না জানিয়ে ম্যাককালাম বলেছেন, ‘আমার মনে হয় না আমার এটা করা উচিত হবে।’

ম্যাচ ফিক্সিংয়ের মামলা থেকে মুক্তি পেলেও লোলিত মোদী আরও একটি ‘প্রতারণা’ মামলা করবেন বলে জানিয়েছেন। মামলায় ম্যাককালামও কি সাক্ষ্য দেবেন ম্যাককালাম? এ নিয়ে নিউজিল্যান্ড অধিনায়কের মন্তব্য, ‘এটা এখনো পর্যন্ত জল্পনা-কল্পনার মধ্যে। ভবিষ্যতে কী হয়, সেটা ভবিষ্যতেই বলা যাবে, তবে এটা আদালতের বিষয় নিয়ে আলোচনার জায়গা নয় বলে মনে করি আমি। সূত্র: এএফপি।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© ইন্দোবাংলা২৪.কম সকল অধিকার সংরক্ষিত ২০২৩।
কারিগরি সহায়তায়: অল আইটি