শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
যমুনা নিউজ বিডিঃ আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির পূর্ব উপকূলে এই পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এর মধ্যে দিয়ে চলতি বছর ১৫ বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
পরীক্ষা চালানো এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। মাত্র দুই দিন আগেই আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল দেশটি।
সাম্প্রতিক সময়ে নিজেদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এর আগে ২০১৭ সালে উত্তর কোরিয়া প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। চলতি মাসেই সম্ভাব্য এই পরীক্ষা চালানো হতে পারে বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।