বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে উপজেলায় মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ মিজানুর রহমান ওরফে হেমলেট নামে একজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার বিকেলে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, এদিন বিকেল সাড়ে তিনটার দিকে ওই উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ৬০ বছর বয়সী হেলমেট শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত কাশেম।
এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ হেলমেটকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় এর আগের চারটি মাদক মামলা আছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।