বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে অবৈধ মজুতের ২০ হাজার লিটার ভোজ্যতেল জব্দের একদিন পর এবার ৯২ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারেযৌথ অভিযানে ৪টি গুদাম থেকে এসব তেল জব্দ করে জেলা ও পুঠিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে বিকেল ৩টার পর অভিযান শুরু হয়। অভিযান এখনও পুরোপুরি শেষ হয়নি। এখন পর্যন্ত আমরা ৯২ হাজার লিটারের তথ্য নিশ্চিত হয়েছি। এসব তেলের মধ্যে বেশির ভাগই সয়াবিন, এছাড়া কিছু পামঅয়েলও রয়েছে।’
এর আগে সোমবার রাত ৮টার দিকে তাহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গোডাউন মোড়ে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ২০ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দ করে পুলিশ। এসময় গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে আটক করা হয়।