বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
সেলিম রেজা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদে (ইউপি) দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন একরামুল হক তাওহীদ চৌধুরী।
গতকাল বুধবারে ইউপি নির্বাচনে ৬ হাজার ৯৭০ ভোট পেয়ে আ’ লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) একরামুল হক তাওহীদ চৌধুরী (মোটর সাইকেল) বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার দলীয় প্রার্থী ইব্রাহিম হোসেন পেয়েছেন ৪ হাজার ৬৬০ ভোট।
অন্য স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছেন, নিলুফা আক্তার শিল্পী (রজনীগন্ধা) ২২ ভোট, আজিজুল হক (আনারস) ৩ হাজার ৪২৭ ভোট, আব্দুর রাজ্জাক মন্ডল (ঘোড়া) ১০৫ ভোট, ওবাইদুর রহমান (চশমা) ৩ হাজার ৭৩৯ ভোট এবং সোহেল ফকির (টেলিফোন) ১৯ ভোট।
এ ব্যাপারে নব নির্বাচিত চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী জানান, বিগত সময়ে একবার চেয়ারম্যান ছিলাম। আওলাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। বিভিন্ন সময়ের দলীয় গ্রুপিং ভুলে গিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। সেইসাথে ইউনিয়নের সুনাম ফিরে আনতে সর্বদা চেষ্টা করব।
ইন্দোবাংলা/এম. আর