বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শিরোনাম
বিদ্যালয়ের তহবিল থেকে ২ কোটি টাকা লুটপাট প্রধান শিক্ষকের মানুষ এখন শখ করে পান্তা ভাত খায় : খাদ্যমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশের অংশীদার হই, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত রই’ জয়পুরহাটে সমবায়ীদের তোপের মুখে যুগ্মনিবন্ধক ডিএমপি কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সার্বিক স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা ‘হু’ প্রধানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন কাউন্সিলর ডেরেক শোলের সাক্ষাৎ বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান কৃষিমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিদ্যালয়ের তহবিল থেকে ২ কোটি টাকা লুটপাট প্রধান শিক্ষকের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকড়দিঘী নান্দুলা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ফান্ড থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক কবির উদ্দিনের বিরুদ্ধে। বিষয়টি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

অভিযোগ সূত্রে জানাগেছে, জেলার নিকড়দিঘী নান্দুলা উচ্চ বিদ্যালয়টির ৬.৭৮ একর পুকুর ও ১০ একর ধানী জমি লিজ বাবদ ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত আয় ৭৮ লাখ ৭৪ হাজার, ২০১৯ থেকে ২০২৪ সাল পরযন্ত জমি থেকে আয় ৩০ লাখ টাকা, ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পরযন্ত দিঘী/পুকুর থেকে আয় ৮৫ লাখ ৯১ হাজার এবং বিবিধ থেকে আয় আয় ৫ লাখ টাকা এই মিলে প্রায় ১ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকা যা প্রধান শিক্ষক বিদ্যালয়ের তহবিলে সঠিক হিসেব দেননি বা ব্যাংকে জমা করেননি। তিনি এই বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় আলোচনা না করে শুধু সভাপতির সাথে যোগসাজস করে আত্মসাৎ করেছেন। এছাড়া বিদ্যালয়ের যথেষ্ট আয় থাকা সত্বেও ৪৫ হাজর টাকার বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন।

বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থী নাছিম মাহমুদ নিরব বলেন, ‘আমাদের স্কাউট ফান্ডে টাকা জমা আছে। কিন্তু আমরা কোন প্রোগ্রামে টাকা চাইলে তিনি (প্রধান শিক্ষক) দেন না। বিদ্যালয়ের অভিযোগ তদন্ত করা হোক’।

আখতারুল ইসলাম মাসুদ, মেহেদী হাসানসহ একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ের জমি থেকে কোটি টাকার আয় হয়। কিন্তু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজস করে অর্থ আত্মসাৎ করে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে জানান তারা।

স্থানীয় মসজিদের ইমাম মাও. মোহাম্মদ সাফিউল্লাহ জানান, পুকুর লিজের ৪১ লাখ টাকার মধ্যে ১২ লাখ বিদ্যালয়ের ফান্ডে জমা হয়েছে। এরপরও দেড় বছর লিজ ছাড়ায় পুকুর চাষাবাদ করেছে প্রভাবশালীরা অথচ পুকুরের ৬লাখ টাকা খাজনা ও বিদ্যালয়ের ৪৫ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, তিনি শিক্ষক প্রতিনিধি কিন্তু কখনো কোন সভায় বা মিটিংয়ে বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসেব দিতেননা প্রধান শিক্ষক এবং অভ্যন্তরীন কোন অডিট করতেননা। ব্যাংকের কোন হিসেব তিনি কাউকে জানাতেননা। কেউ কিছু বললে সভাপতি এবং রাজনৈতিক নেতা- কর্মীর ভয় দেখাতেন।

বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক মিনহাজ টিটু জানান প্রধান শিক্ষক তার ব্যাপক আর্থিক অনিয়মের কারনে একটি বিশেষ পরিস্থিতিতে পদত্যাগ করেন। তিনি প্রতিষ্ঠানে আসেননা প্রধান শিক্ষকের নানা ধরনের প্রশাসনিক কারযক্রম ব্যহত হচ্ছে। বিদ্যালয়ের সভাপতি কাউকে ভারপ্রাপ৪্ত দায়িত্ব দেননি। এখভাবে বিদ্যালয় পরিচালনা করা সাধারন শিক্ষকদের পক্ষে সমস্যা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন বলেন, ‘জোরপূর্বকভাবে আমাকে পদত্যাগ করানো হয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে। এসব আ.লীগের আগ্রাসনে হয়েছে, তারাই এসব ভোগদখল করেছে। এখন আমার উপর প্রভাব আসছে। গত ৫ আগস্টে সরকার পতনের আগে তো কেউ কিছু বলেনি। আগে তো আমি জবাই করা গরুর মত ছটপট করেছি’।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত সভাপতি আরিফা সুলতানা বলেন,‘প্রধান শিক্ষকের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

ইন্দোবাংলা/এম.আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© ইন্দোবাংলা২৪.কম সকল অধিকার সংরক্ষিত ২০২৩।
কারিগরি সহায়তায়: অল আইটি