মসলার প্যাকেটে মূল্য এবং মেয়াদের তারিখ লেখা না থাকায় বরিশালে দুই মসলা ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস এ জরিমানা করেন।
জানা যায়, স্থানীয়ভাবে কিংবা বিভিন্ন কোম্পানির তৈরি মসলার প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ, ওজন এবং খুচরা মূল্য উল্লেখ থাকতে হবে। কিন্তু বাজারে প্রচলিত অনেক মসলার প্যাকেটে উল্লেখিত তথ্য নেই। খোলা বাজারে বিক্রি হওয়া মসলার প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ, ওজন এবং খুচরা মূল্য উল্লেখ না থাকায় ওজন, পরিমাপ ও মানদণ্ড আইনে নগরীর বাজার রোডের আনন্দ মসলা হাউজ ও সদর রোড ন্যাশনাল মসলা হাউজের দুটি মসলা ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।
ইন্দোবাংলা/সি.কে