মোহাম্মদ আলী সানু, ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ
” সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে” এই স্লোগান কে সামনে রেখে ব্র্যাক আল্ট্রা- পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ( ইউপিজি) বঙ্গবন্ধু বাজার, জলঢাকা, নীলফামারীর উদ্যোগে কালীগন্জ-২ গ্রাম সামাজিক শক্তি কমিটির সহযোগিতায় অতিদরিদ্র ২০০ জন উপকারভোগী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ১৪ জানুয়ারী সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বঙ্গবন্ধু বাজার সংলগ্ন শ্রী শ্রী নাট মন্দির প্রাঙ্গনে গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি ধরনী মোহন রায় এর সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে, মাস্ক পরা নিশ্চিত করে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণের পূর্বে বঙ্গবন্ধু বাজার কালিগন্জ শাখার কর্মসূচি সংগঠক দুলাল চন্দ্র ও গ্রাম সামাজিক শক্তি কমিটির সাধারণ সম্পাদক ক্ষীরোদ দেবনাথ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরেফা ইয়াসমিন (সিনিয়র টেকনিক্যাল অফিসার – হেলথ্ কেয়ার সার্ভিসেস এন্ড কমিউনিটি ইন্টিগ্রেশন).
আরো বক্তব্য রাখেন অত্র শাখা ব্যবস্থাপক নিরঞ্জন কুমার প্রাং, কর্মসূচি সংগঠক শেখ জামাল, একাদশী রানী, ছাদেকুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন গ্রাম সামাজিক শক্তি কমিটির সহ-সভাপতি লিপি রানী রায়, অর্থ সম্পাদক বিধান চন্দ্র রায়, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক দুলাল চন্দ্র রায়, সাধারন সদস্য মিন্টু রায়, মুক্তা রায়, নয়নমনি রায়, গৌরী দেবনাথ। উল্লেখ্য যে, উক্ত শাখাটি এর আগেও ৫২০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে পাশে দাড়িয়েছিল।