জয়পুরহাটের কালাইয়ে ৫ কেজি ৮’শ ২৫ গ্রাম গাঁজা সহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রবিবার দিবাগত ভোর রাতে কালাই উপজেলার পাঁচশিরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার বাকবাড় গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে মোঃ সুজন (৪০), কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামের শাহাজাহান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৬), ও সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার বাকবাড় গ্রামের আব্দুল সামাদের ছেলে ইয়াকুব আলী (২৫)।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইন্দোবাংলা/সি.কে