নিখোঁজ
————————————————————-
আমার ছেলের বউ মোছাঃ কেয়া বেগম (২৩), বাবার বাড়ী জলঢাকা উপজেলার কৈমারীতে ভাইয়ের ছেলের মুখে ভাত অনুষ্ঠানে যাবার কথা বলে কোথায় যেন নিখোঁজ হয়। তাহার মোবাইল নম্বরে ০১৩০৮৩০৭৮৭৮ কল দিলে বন্ধ পাওয়া যায়। নিখোঁজ ব্যক্তির নাম. মোছাঃ কেয়া বেগম (২৩), মুখমণ্ডল লম্বা, গায়ের রং শ্যামলা, চুল কালো, লম্বা ৫ ফিট ৪ ইঞ্চি, পড়ণে লাল রঙের কামিজ ও প্রিন্টের ছেলোয়ার, লাল রঙের চাদর। কিশোরগঞ্জ থানায় সাধারণ ডাইরি নং- ৭৪৭, তারিখ ঃ ১৬/০১/২১ইং।