বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
তারিখঃ ১৭-০৩-২১ ইং
রিপোর্টার কবি – শাহজাহান মজুমদার।
ফেনী জেলা পরশুরামের মির্জানগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর সার্বিক পৃষ্ঠপোষকতায় ও তত্ববধানে জন্মশত বার্ষিকীকে পরশুরামের ইতিহাসে স্বরনীয় করে রাখতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন চৌধুরী সাজল, আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব খায়রুল বাসর মজুমদার তপন সাহেব। এবং সভাপতিত্ব করেন মির্জানগরের ইউপি চেয়ারম্যান জনাব নুরুজ্জামান ভুট্টো সাহেব। আরো উপস্থিত ছিলেন মির্জানগর ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগের সকল নেতা কর্মি ও মির্জানগরের বীর মুক্তিযুদ্ধা ও সকল ছাত্র ছাত্রী, এবং অনুষ্ঠান শেষে বিশেষ পুরস্কার ও বীর মুক্তিযুদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।