বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
রংপুর নগরীর ১৪ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে শেখ সোহেল রানা নামে এক মাদক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল নগরীর বড়বাড়ি দোলাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ছেলে। স্থানীয়রা জানায়, অটোরিকশা চালানোর আড়ালে মাদক ব্যবসা করতেন সোহেল। কিছুদিন আগে তাকে মাদক মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়েছেন। নিহতের ছোট ভাই আবু রায়হান বলেন, আমার ভাইয়ের দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পারিবারিক কোনো বিরোধ ছিল না। শুক্রবার রাতে ভাইয়ের সঙ্গে আমার শেষ কথা হয়। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। শনিবার সকালে লোকজনের মাধ্যমে ভাইয়ের মৃত্যু সংবাদ পাই। স্থানীয় কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু বলেন, সকালে বাঁশঝাড়ে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
রংপুর প্রতিনিধিঃ আছাদুল্লাহ্ হাবীব