শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ অপরাহ্ন
দেশের বাজারে বিশ্বখ্যাত সিগেট ব্র্যান্ডের ১ টেরাবাইট হার্ডডিস্কের দাম কমানের ঘোষণা দিয়েছে পণ্যটির একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.।
এসটি১০০০ডিএম০০৩ মডেলের এই হার্ডডিস্কটির আকৃতি ৩.৫ ইঞ্চি, ক্যাশ মেমোরি ৬৪ এমবি, আরপিএম ৭২০০ এবং ডাটা ট্রান্সফার রেট প্রতি সেকেন্ডে ৬ গিগাবিট।
২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ হার্ডডিস্কটির মূল্য ৪,৫০০ টাকা থেকে কমিয়ে ৪,২০০ টাকা করা হয়েছে। হার্ডডিস্কটি পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তি পণ্যের বাজারে। আরো জানতে ভিজিট: www.smart-bd.com।