বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৪৩ অপরাহ্ন
জাহিদুল ইসলাম নিক্কন: মঙ্গলবার সকালে ঈশ্বরদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ঈশ্বরদী উপজেলা,পৌর ও কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী ও সমাপনী সমাবেশ, র্যারল নিয়ে শহর প্রদক্ষিণ ও কেক কেটে মিষ্টি মুখ করানো উল্লেখযোগ্য। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনির সভাপতিত্বে র্যালির উদ্বোধনী ও সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও র্যালির নেতৃত্ব দেন,আওয়ামীলীগ কেন্দ্রিয় তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য ও সাবেক ভ’মিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শাকিবুর রহমান শরীফ কনক। এছাড়াও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীপ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউীদ্দন বিপ্লব,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও র্যালির নেতৃত্ব দেন,আওয়ামীলীগ কেন্দ্রিয় তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য ও সাবেক ভ’মিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শাকিবুর রহমান শরীফ কনক।