বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৮ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৪ কেজির অধিক ক্রিস্টাল মেথ আইস এবং ৩ কোটি টাকা মূল্যমানের ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট।
এছাড়া, ২ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় বিজিবির টেকনাফ ব্যাটালিয়ান।
আটককৃত ২ জন মাদক কারবারির বিরুদ্ধে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইন্দোবাংলা/এম. আর