রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।
গ্রেফতার রিয়াজ রাজধানীর উত্তরা পশ্চিম থানার শাহ মখদুম এভিনিউ এলাকার তামিশনা গ্রুপের কর্মচারী ও রন্ধন শিল্পী নাহিদ সুলতানার ছোট ভাই বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
মামলা ও পরিবার সুত্রে জানা গেছে, ২০১৭ সালের আগস্ট মাসে বিয়ে হয়েছিল কাজী লুৎফর রহমান রিয়াজ ও মেঘলা (মেঘলা ছদ্ম নাম)। কিন্তু বিয়ের পরদিন থেকেই চলে যৌতুকের দাবিতে নানারকম নির্যাতন এবং সবশেষে হত্যার চেষ্টা। গত ৮ সেপ্টেম্বর হত্যা চেষ্টা মামলায় জামিন নিয়েই তড়িঘড়ি করে ১৬ সেপ্টেম্বর বিয়ের আয়োজন করে রন্ধন শিল্পী নাহিদ সুলতানা ও তার পরিবার। বাদিনীর আরজির ভিত্তিতে ১৩ তারিখে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। গ্রেফতারী পরোয়ানা হাতে পেয়ে রাজধানীর উত্তরা থানার এসআই বদরুল গ্রেফতার অভিযানে নামেন কিন্তু আসামীর অফিস ঠিকানায় না পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে রন্ধন শিল্পী নাহিদ সুলতানার বাসা থেকে গ্রেফতার করে কাফরুল থানার এসআই এবিএম সিদ্দিক।
উল্লেখ যে, আসামীর বিরুদ্ধে ১৯৮৫ সালের মুসলিম পরিবারিক আদালত আইনের ৫ (গ), ৫ (ঘ) বিধান মতে বাদিনীর পাওনা কৃত দেনমোহর ও খোরপোষ আদায় নালিশ, ধারা, “হত্যা চেষ্টা মামলা ৩০২/৩৪ ধারা” এবং যৌতুক মামলা ৪ ধারায় সহ বেশ কয়েকটি মামলা চলমান আছে।
এ ব্যাপারে মামলার বাদিনীর সাথে যোগাযোগ করা হলে, তিনি ধৃত আসামীর কঠিনতর শাস্তি দাবী করেন এবং ন্যায় বিচার চান। বাদিনীকে বিগত দিনে টানা ৪ বার হত্যার চেষ্টা করে আসামী তাই তিনি রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা দাবী করেন।
ডিএপির কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আদালতের নিদের্শে আসামী রন্ধন শিল্পী নাহিদ সুলতানার ছোট ভাই কাজী লুৎফর রহমান রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠানো হবে।
ইন্দোবাংলা/এম. আর