সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ নির্বাচনেও একই রকম ঘটনা ঘটলে কমিশন কী করবে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আগাম কিছু বলতে পারছি না। আর এটা একটা ভিন্ন ধরনের নির্বাচন, এখানে নির্বাচকমণ্ডলী ভোট দেবেন। তারপরও সবাই বসব, এ বিষয়ে এককভাবে আমি কিছু বলতে পারব না যে কালকে কী করব বা আরও কী করব। আপনারা দেখেন।’
সিসিটিভি প্রসঙ্গে সিইসি বলেন, ‘সিসিটিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এর আগে দুটি নির্বাচন করেছি। আর এটা নিঃসন্দেহে একটা অগ্রগতি, ভোটাররা যাতে ভোট দিতে পারেন তা আমরা কেন্দ্রীয়ভাবে মনিটর করি। এটা একটা ভালো উদ্যোগ।’
ইন্দোবাংলা/এম. আর