বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গত ২৪ অক্টোবর, ২২ তারিখে দেশের কয়েকটি জাতীয়-আঞ্চলিক-অনলাইন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কে এই শহীদুল ইসলাম সাগর উদ্বর্তন কর্মকর্তাদের দোহাই দিয়ে অপকর্ম চালাচ্ছে’ শিরোনামে প্রচারিত ও প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
প্রচারিত ও প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত । একটি কুচক্রী মহল আমার ও আমার পরিবারের সামাজিক, রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টা হিসেবে সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদটি প্রচার করেছেন।
প্রকৃত পক্ষে ২৪ অক্টোবর দুপুরে মুঠোফোনে সাংবাদিক পরিচয় দেন অনলাইন গণমাধ্যম ‘আপডেট বিপি টিভি নিউজ’ এর সম্পাদক ও প্রকাশক মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল। সোনিয়া নামের মহিলার অভিযোগের ভিক্তিতে কয়েকটা প্রশ্ন করলে তার ব্যাখ্যা প্রদান করি। এরপর ওই সাংবাদিক টাকার দাবি করেন। টাকা না দেওয়াতে ওই সাংবাদিক এই খবর প্রকাশ করেন। সেই সাথে একই ভাবে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন। তবে আমার নামে দেশের কোথায় কোন মামলা বা জিডি নেই।
আমি উক্ত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। ভবিষ্যতে এ ধরনের অতিরঞ্জিত, বিকৃত এবং মনগড়া তথ্য প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি এবং ওই চাঁদাবাজ, হলুদ সাংবাদিক মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুলসহ তার সহচরদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন মামলা দায়ের করব।
ইন্দোবাংলা/আর. কে