নিউজ ডেস্ক:
- ২৬ অক্টোবর, ২০২২ / ৭০৬ বার
বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই কয়েকদিন আগেই দূর্গাপুজা শেষ হয়েছে। আলোর উৎসব দীপাবলিও শেষ। আর কয়েকমাস পরেই এই বছর শেষ হয়ে যাবে। আর তার পরেই যে উৎসবটি নিয়ে বাঙালি-অবাঙালি সবারই অনেক প্ল্যান থাকে তা হলো হোলি উৎসব। রঙের উৎসব হোলি ঠিক কবে হতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৩-এ ৷ হিন্দু পঞ্জিকা অনুসারে হোলি ৭ মার্চ ২০২৩-এ ৷ তবে এটিকে হোলিকা বলা হয় অর্থাৎ বুড়ির ঘর পোড়ানোর দিনও বলা হয়ে থাকে ৷ ২০২৩-এর হোলির নির্ঘণ্ট একনজরে……………..
রঙের উৎসব হোলি ঠিক কবে হতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৩-এ ৷ হিন্দু পঞ্জিকা অনুসারে হোলি ৭ মার্চ ২০২৩-এ ৷ তবে এটিকে হোলিকা বলা হয় অর্থাৎ বুড়ির ঘর পোড়ানোর দিনও বলা হয়ে থাকে ৷
তবে বাঙালিদের দোল উৎসবের আগের দিন বুড়ির ঘর পোড়ানোর রীতি যেমন আছে তেমনই অবাঙালিদের মধ্যে হোলির দিনই হোলিকা দহন রীতি পালন করা হয়ে থাকে ৷ ছবি: প্রতীকী
৮ মার্চ হোলি তাই ৭ মার্চ শনিবার হোলিকা দহন এই শুভ মুহূর্ত শুরু হচ্ছে ৬ মার্চ ২০২২, বিকেল ৪.১৭ থেকে শুরু হচ্ছে, পূর্ণিমা কেটে যাচ্ছে ৭ মার্চ ২০২৩, সন্ধে ৬.০৯-এ ৷ ছবি : প্রতীকী
তবে হোলিকা দহনের শুভ মুহূর্ত হল ২৭ মিনিটের সন্ধে ৬.২৪ থেকে ৬.৫১ পর্যন্ত ৷ হোলিকা দহন উৎসব করা যেতে পারে ৷ ছবি : প্রতীকী
তবে এই ৭ মার্চ ২০২৩-এর বিশেষ গুরুত্ব আছে কেননা এই দিনটি শনিবার পড়েছে হোলিকা দহনকে ছোট হোলি বলেই উদযাপন করা হয়ে থাকে ৷ বিশেষত হিন্দি ভাষী মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম ৷ ছবি : প্রতীকী
মূলত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রঙের উৎসব দোল বা বসন্তোৎসব পালিত হয়ে থাকে ৷ ঠিক তারপরের দিনই অবাঙালিরা হোলির উৎসব পালন করেন ৷ ছবি : প্রতীকী
সিকে