বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
জয়পুরহাটের কালাই উপজেলায় বাস্তবায়নাধীন এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) স্ট্রেংদেনিং রিডিং হেবিট এন্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্ট্রি খোন্দকার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ছাত্রাবস্থায় আমিও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সদস্য ছিলাম। কর্মসুচির দ্বারা শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি শিক্ষকদেরকেও বেশি বেশি বই পড়ার প্রতি গুরত্ব দেন পাঠ দক্ষতা বাড়লে এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য মাধ্যমিক পর্যাযের ছাত্র-ছাত্রীদের মধ্যে মন এবং বয়স উপযোগী বই পড়ায় আগ্রহী করে তোলা যাবে।
আরো বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: আব্দুর রাজ্জাক, ডেপুটি ডাইরেক্ট ও স্কিমস ড. আনিছুল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কাজী মো. মনোয়ার হাসান, বিশ্বসাহিত্য কেন্দ্র সংগঠক আমিনুল হক বাবুলসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্দোবাংলা/এম. আর