রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন
ইন্দোবাংলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান।
বুধবার বিকালে রংপুর জেলার ফেব্রুয়ারি/২৩ মাসের অপরাধ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কনফারেন্সে রংপুর জেলার তারাগঞ্জ থানার অপরাধ দমনে বিশেষ ভূমিকা ও প্রশংসনীয় কাজের অবদান স্বরুপ তাকে এ সন্মাননা প্রদান করেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
ওসি মোস্তাফিজার রহমান এর আগে রংপুর সদর থানায় সফলতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। সদর থানার ওসির দায়িত্বে থাকা কালীন সময়ে তিনি কয়েকবার শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা পুরুস্কার অর্জন করেন। জনবান্ধব ওসি হিসাবে তার বেশ জনপ্রিয়তা আছে। তিনি রংপুর তারাগঞ্জ থানায় যোগদানের পর প্রশংসনীয় কাজে অবদান স্বরুপ রংপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা পুরুস্কার প্রদান করা হয়।
এছাড়া ক্রাইম কনফারেন্সে শ্রেষ্ঠ বিট অফিসার সাব-ইন্সপেক্টর নির্বাচিত হন, তারাগঞ্জ থানার এসআই তোহাকুল ইসলাম তোহা। এবং জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন, তারাগঞ্জ থানার এএসআই মো: শাহান শাহ।
ইন্দোবাংলা/এম. আর