সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
ইন্দোবাংলা প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। আজ (১৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুরে এই মসজিদের উদ্বোধন করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। পরে এক উদ্বোধনী সভায় বক্তব্য দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আঃ সালাম আকন্দ, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার, আক্কেলপুর পৌর মেয়র সহিদুল আলম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম প্রমুখ।
প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামী গবেষণা কেন্দ্রের দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গনপূর্ত বিভাগ। একসাথে প্রায় ৯শ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন এই মসজিদে।
ইন্দোবাংলা প্রতিনিধি, কালাই (জয়পুরহাট): জেলার কালাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কালাইয়ের নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কালাই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।
ইন্দোবাংলা/এম. আর