বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র পদ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর দবির উদ্দিন সরকার পরিবার ও মৃত পিতাকে নিয়ে বাজে মন্তব্য করায় সংবাদ সম্মেলন করেন দবির উদ্দিন সরকার।
রবিবার (১৯ মার্চ) বিকাল ৫টায় কাশিমপুর থানার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে সংবাদ সম্মেলন করেন কাউন্সিলর দবির উদ্দিন সরকার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৮ মার্চ শনিবার কাশিমপুর থানার ৫ নং ওয়ার্ডের জহুরা বেগম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আমার পরিবার ও আমার মরহুম পিতা মাতাকে নিয়ে বাজে মন্তব্য করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আমার মরহুম দাদা সবেদ আলী সরকার জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্টজন ছিলেন, সাভার থানা আওয়ামী লীগের সভাপতি ও দীর্ঘদিন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমার বড় ভাই শওকত হোসেন সরকার দীর্ঘ ১১ বছর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে ছিলেন। ছোট ভাই কবির হোসেন সরকার আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি আরও বলেন, কানাইয়া বাজারে ঠোঙ্গা বিক্রয় করায় আপনাকে সবাই ঠোঙ্গা জাহাঙ্গীর নামে সবাই জানে। ৯ কেজি গাণ পাউডার নিয়ে জেএমবি মামলায় জেল খেটে এসে বিভিন্ন ফ্যাক্টরীর মালামাল চুরি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। অবৈধ ভাবে উপার্জনকৃত টাকা দিয়ে নির্বাচন করে মেয়র হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় মেয়র পদ থেকে ও আওয়ামী লীগের গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। সবকিছু হারিয়ে এখন আপনি আবোল তাবোল প্রলাপ করে আসছেন। আমাকে এবং আমার পরিবার নিয়ে কথা বলার আগে পুর্বে এসব কথা চিন্তা করে বলা উচিৎ ছিলো।
এসময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেওয়ান জালাল উদ্দীন , ৫ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী (মোহন), গাজীপুর মহানগর আওয়ামী মৎস্যজীবি লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন, কাশিমপুর থানা যুবলীগের সভাপতি প্রার্থী আলমগীর মাতাব্বরসহ প্রমুখ।
ইন্দোবাংলা/এম. এ