শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
আটকরা হলেন- রইচ উদ্দিন (৬৫), লিটন মিয়া (৩৮), আঃ আলিম (৩৫), সালমান (১৯), মামুনুর রশিদ (২৯), আল আমিন (৩৭), ফারুক হোসেন (৩২), মোহাইমিনুর (২২), আইজার (৩০), হারুন-অর-রশিদ (৩০), জিয়ারুল (৩৩), জাহাঙ্গীর আলম (২৪), জাহিদুল মিয়া (৪০) ও রাসেল মিয়া (৪৩)। তারা বারকান্দি, কেওতা, পবাহার ও আমলাগাড়ীর বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারকান্দি এলাকার রইচ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়ির মাটির একটি কক্ষে অর্থের বিনিময়ে জুয়ার আসর চলছিল। জুয়া খেলার সময় তাদের আটক করা হয়েছে। জুয়ার আসর থেকে তিন সেট তাস জব্দ ও কয়েক হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দায় স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে।