বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে দুই দিনব্যাপী প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৈশব থেকেই বই পড়ার অভ্যাস গড়ার লক্ষ্যে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরাট জেলা শাখা এ উৎসবের আয়োজন করে।
পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস ব্রেন। আর এই ব্রেনকে ব্যবহার করার আহ্বান জানিয়ে জাফর ইকবাল বলেন, আমি সবসময় বলি বই পড়ো। তোমরা বইটা খোল, কি দেখা যায় সেখানে। সাদা কাগজের উপর লেখা। তুমি যদি লেখাপড়া জানো, তাহলে ওই লেখার মানে আছে, আর যদি না জানো, তাহলে লেখার মানে নেই। সেটি দেখো, তোমার চোখে ফোকাস করে ব্রেনে যায় এবং ছড়িয়ে পড়ে। এতে তোমরা কল্পনা করতে পারবে। তার মানে যে লেখক লিখলো ও যে পড়লো এর মাঝখানে ব্রেনটা কাজ করলো। এজন্য তুমি যতই বই পড়বে ব্রেন ততো পরিবর্তন হচ্ছে এবং ওই বইয়ের ভাষা তোমার মাথায় জমা হয়ে যাবে। এতে তোমার ব্রেনটা আগের থেকে ভালো হয়ে গেছে। এই ব্রেন সবচেয়ে মূল্যবান জিনিস। পৃথিবীতে এর থেকে কোন মূল্যবান জিনিস কোথাও নেই। এটি কোথাও তৈরি হবে না, সৃষ্টিও হবে না। এটি আমরা ব্যবহার করবো।
তিনি বলেন, পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই) তো তোমরা চেনো। এটি মানুষদের ব্রেন যেভাবে কাজ করে, সেটাকে কপি করে একটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা। আর এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে সে দুনিয়ার সবকিছু জানে। এটি দিনদিন এই দুনিয়াকে দখল করছে। সে সুন্দর ভাবে কাজ করতে পারে। আগে মানুষ যেসব করতো এখন এই সফটওয়্যার দিয়ে ওইসব কাজ করানো হয়। তবুও মনে রাখতে হবে এটি যন্ত্র, মানুষ না। কাজেই তোমাদের মানুষ হতে হবে। যে যতো মানুষ হবে সে সামনের দুনিয়াতে তত বেশি টিকে থাকবে। আর মানুষ হওয়ার সবচেয়ে বড় বুদ্ধি বই পড়া।
এরআগে এদিন বিকেল ৪টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান এ উৎসবের উদ্বোধন করেন।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি আমিনুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার কেএম মামুন খান চিশতি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, পাখি বিশেষজ্ঞ ও পর্যটক এনাম আল হক, বাংলাদেশ লাইব্রেরী আন্দোলনের সভাপতি কাশেম মাসুদ প্রমুখ।
দেশের প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসবে এক হাজার শিক্ষার্থীকে দশটি করে বই ও একটি করে গাছের চারা বিতরণ করা হবে