বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শিরোনাম
বিদ্যালয়ের তহবিল থেকে ২ কোটি টাকা লুটপাট প্রধান শিক্ষকের মানুষ এখন শখ করে পান্তা ভাত খায় : খাদ্যমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশের অংশীদার হই, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত রই’ জয়পুরহাটে সমবায়ীদের তোপের মুখে যুগ্মনিবন্ধক ডিএমপি কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সার্বিক স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা ‘হু’ প্রধানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন কাউন্সিলর ডেরেক শোলের সাক্ষাৎ বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান কৃষিমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

চেন্নাইয়ের বন্যায় ভয়াবহ বার্তা

চেন্নাইয়ের সাম্প্রতিক বন্যা একটি ভয়াবহ বার্তা দিয়ে গেছে তা হচ্ছে, ভারতের নগরগুলো বৃষ্টি, বন্যা, খরা ঘূর্ণিঝড়ের মতো মারাত্মক ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত নয় অথচ এসব প্রাকৃতিক দুর্যোগ ইদানীং ঘন ঘন আঘাত হানছে 

গত মাসের শেষদিক থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই হাবুডুবু খেয়েছে। সরকারি তথ্যমতে, বন্যায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। বিমানবন্দরে থই থই পানি জমে যায়। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। একরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরটি। এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চেন্নাই

কেবল অতিবৃষ্টিতে বা বন্যায় নয়, অল্প বৃষ্টিতেও পানি জমে যায় চেন্নাইয়ের রাস্তায়। শহরের প্রায় সব সড়কের একই অবস্থা হয়। সেখানকার নামকরা হাসপাতাল, বাজার, স্কুল, কলেজে জমে যায় পানি। এই পানি নেমে যেতেও সময় লাগে বেশ এবারের বন্যায় চেন্নাইয়ের যাচ্ছেতাই অবস্থায় আবার প্রমাণ করেছে, এই রাজধানীটি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এর কারণ হলো, শহরের বেশির ভাগ ভবনই জলাভূমির ওপর নির্মিত। ভবনগুলো এমন জায়গায় নির্মিত যাতে জমে থাকা পানি সরতে পারে না। জন্য দায়ী দ্য করপোরেশন অব চেন্নাই চেন্নাই মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি

চেন্নাই ভারতের চতুর্থ জনবহুল শহর। সেখানে ৪০ লাখের বেশি লোকের বাস। চরমভাবাপন্ন আবহাওয়ার এই শহরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মতো পর্যাপ্ত পরিকল্পনা নেই। শহরের পরিকল্পনাবিদ, ভবনের নকশাবিদ প্রশাসকদের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে। ধরেই নেওয়া হয়, প্রাকৃতিকভাবে এসব সমস্যার সমাধান হবে

চেন্নাইয়ের নগরভবন পৌর কর্তৃপক্ষ বলছে, সেখানকার তিন শতাধিক নালা, খাল জলাশয় বিলীন হয়ে গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, ২০ বছর আগে চেন্নাইয়ের যেসব এলাকায় নালা, খাল, নদী ছিল, এসব এলাকায় এখন সুউচ্চ ভবন নির্মাণ করা হয়েছে। গড়ে উঠছে আবাসিক ভবন। একের পর এক কলকারখানা তৈরি হচ্ছে। চেন্নাই শহরেই দেড় লাখেরও বেশি অবৈধ স্থাপনা রয়েছে। উধাও হয়ে যাচ্ছে জলাশয়

এই বন্যায় চেন্নাইয়ের তথ্যপ্রযুক্তি পার্ক ভেসে গেছে। কারণ এই পার্কটি এমন জায়গায় নির্মিত যেখানে দুটি আলাদা নালা থেকে পানি এসে মিলিত হতো। এর পর সেই পানি পাশের একটি ছোট নদীতে চলে যেত। পার্কটি তৈরি হওয়ার পর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। শুধু তথ্যপ্রযুক্তি পার্ক নয়, শহরের বেশির ভাগ ভবনগুলো জলাভূমির ওপর নির্মিত। ভবনগুলো এমন জায়গায় নির্মিত যাতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। তাই বৃষ্টি হলেই পানি জমে বেশির ভাগ রাস্তায়

চেন্নাইয়ের লেখক সমাজকর্মী নিত্যানন্দ জয়রমণের বিশ্লেষণে দেখা গেছে, শহরের বিখ্যাত যানবাহন নির্মাতা প্রতিষ্ঠানটিও অপরিকল্পিতভাবে নির্মিত। এই ভবনের কারণে ওই এলাকায় জমে থাকা পানি নিষ্কাশিত হতে পারে না। সেখানকার নামকরা প্রকৌশল স্কুল আইআইটি মাদ্রাজ বনভূমির ৫২ একর জায়গা দখল করে গড়ে উঠেছে। এই বনে আট হাজারের বেশি গাছ ছিল

জয়রমণের বিশ্লেষণ বলছে, এসব প্রকল্পের কোনোটিই স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন পায়নি। পরিবেশ সুরক্ষার ছাড়পত্রও পায়নি। পুরোটাই গড়ে উঠেছে অবৈধভাবে। আইআইটি মাদ্রাজ স্কুলের পাশে একটি ন্যাশনাল পার্ক গড়ে তোলার জন্য ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচুর অর্থ ব্যয় হয়েছে। কিন্তু তা কাজে আসেনি। পরিবেশ রক্ষার রকম ৩৯টি প্রকল্পেরই দৈন্যদশা দেখা গেছে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© ইন্দোবাংলা২৪.কম সকল অধিকার সংরক্ষিত ২০২৩।
কারিগরি সহায়তায়: অল আইটি