বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
যমুনা নিউজ বিডিঃ পূর্ব ইউক্রেনের একটি বিদ্যালয়ে রাশিয়ান বিমান হামলার পরে প্রায় ৬০ জনের বেশি নিহতের আশঙ্কা করা হচ্ছে।
হামলার পরে ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকা পড়ে আছেন। তাদের অনেকেই শেষ পর্যন্ত মারা যাবেন বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরি হাইদাই বলেছেন, রবিবার (৮ মে) রাশিয়ান বাহিনী ওই স্কুলের ওপর একটি বোমা নিক্ষেপ করে। দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ধ্বংসস্তূপ থেকে প্রাথমিকভাবে ৩০ জন বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে।
বিলোহোরিভকা গ্রামের ওই বিদ্যালয়-ভবনটিতে প্রায় ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার পর এটিতে আগুন ধরে যায়।
টেলিগ্রাম-এর এক বার্তায় হাইদাই লিখেছেন, ‘প্রায় চার ঘণ্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধ্বংসস্তূপ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।’
তিনি আরও লিখেন, ‘৩০ জনকে ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাত জন আহত ছিলেন। ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাকি ৬০ জন খুব সম্ভবত মারা গিয়েছেন।’
তবে আল জাজিরা তাৎক্ষণিকভাবে এ বক্তব্য নিশ্চিত করতে পারেনি।
ইউক্রেন ও পশ্চিমা কর্তৃপক্ষ রাশিয়ান বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে এলেও মস্কো সবসময় তা প্রত্যাখ্যান করেছে।