শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত?বর্তমান স্কুলের ছেলেমেয়েরাও জানে উত্তরটা হল ৮৮৪৮ মিটার। কিন্তু চিনের হিসেবে এভেরেস্টের উচ্চতা ৮৮৪৪.৪৩ মিটার। এই নিয়ে নেপালের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে চিনের।
সে কারণে এভারেস্টের উচ্চতা আরও একবার পরিমাপ করতে সেখানে পৌঁছলো চিনা বিশেষজ্ঞ সার্ভে দল। গত ১ মে চিন এভেরেস্টের যে উচ্চতা প্রকাশ করেছিল, তা নেপালের হিসেবের থেকে চার মিটার কম। এতে আপত্তি জানায় নেপাল। এভারেস্টের প্রকৃত উচ্চতা মানুষের জ্ঞান ও বিজ্ঞানীদের গবেষণায় সাহায্য করবে বলে জানিয়েছে চীন।
এর আগে ১৯৭৫ ও ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল চীন। সেই দু-বার চীনের হিসেবে এভারেস্টের উচ্চতা ছিল ৮৮৪৮.১৩ মিটার এবং ৮৮৪৪.৪৩ মিটার। তিব্বতি ভাষায় মাউন্ট এভারেস্টের নাম মাউন্ট কুয়োমোলাঙ্গমা।