বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শিরোনাম
এমবিবিএস ভর্তিতে আগের নিয়ম বহালের দাবি বিপিএমসিএ’র দেশের ১০টি গ্রামে স্মার্ট এগ্রিকালচার পাইলট প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে- আইসিটি প্রতিমন্ত্রী স্বাধীনতার চেতনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে- প্রাথমিক ও গণশিক্ষা সচিব মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রীর বাণী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতির বাণী রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায় বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী জেদ্দায় গণহত্যা দিবস পালিত -পররাষ্ট্রমন্ত্রী সকলের সম্মিলিত প্রয়াসে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে -পররাষ্ট্রমন্ত্রী টরোন্টোতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

বগুড়ায় করোনা আক্রান্ত রেকর্ড পরিমান শীর্ষে চেলোপাড়া

ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ায় নতুন করে একদিনে সর্বোচ্চ ১৬১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ৩০ ও ৩১ মে বগুড়া থেকে ঢাকায় পাঠানো হয়েছিল ৫৫০ নমুনা। এই ৫৫০ নমুনার ফলাফল বগুড়া এসে পৌছালে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার কর্মকর্তাদের চোখ উপরে উঠে যায়। এই ৫৫০ নমুনার মধ্যে ১০২ জন করোনা পজিটিভ। এছাড়া বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ নমুনার মধ্যে ৪১জন পজিটিভ এবং টিএমএসএসে ৩৫ নমুনার মধ্যে ১৮জন পজিটিভ। ঢাকা রিপোর্ট ১০২ এবং বগুড়ায় ৫৯ মোট বগুড়ায় একদিনে সর্বোচ্চ ১৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫জন শিশু, ৩জন ডাক্তার ও ১জন নার্স রয়েছেন। গত ২৪ ঘন্টায় ১জন মারা গেছেন। এ নিয়ে বগুড়া মারা গেলেন ৭জন।
রবিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় ১০২ জন করোনা পজিটিভের উপজেলা ভিত্তিক তথ্য পাওয়া যায়নি। বগুড়ার ৫৯জনের মধ্যে পুরুষ- ৪২জন, মহিলা-১২জন ও শিশু-৫জন। এদের মধ্যে সদরের ৪৩জন, শাজাহানপুরের ৫জন, গাবতলীর-৫জন, শিবগঞ্জের ৪জন এবং নন্দীগ্রামের ২জন। আক্রান্তদের মধ্যে সদরের-চেলোপাড়া, জলেশ্বরীতলা, নাটাইপাড়া, কাটনারপাড়া, ঠনঠনিয়া এবং সেউজগাড়ী।
তিনি আরো জানান, এই নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্ত হলো ৭৯০ জন। এর মধ্যে ৫৩জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৭জন মারা গেছেন। বর্তমানে ৭৩০জন চিকিৎসাধীন রয়েছেন। ডাঃ তুহিন করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থবিধি কঠোর ভাবে মেনে চলার আহবান জানিয়েছেন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© ইন্দোবাংলা২৪.কম সকল অধিকার সংরক্ষিত ২০২২।
কারিগরি সহায়তায়: অল আইটি