বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বিদ্যুতের সোলার প্যানেল বসানোর স্থান নিয়ে দু’পক্ষের বিরোধে মারপিটে আবু রায়হান(২০) নামে এক যুবক খুন হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার চরপুর্ব সুজাইতপুর গ্রামে বিদ্যুতের সোলার প্যানেল বসানোর স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ বাঁধে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মঙ্গলবার রাতে দু’পক্ষের মধ্যে মারপিটে ওই এলাকার মিজানুর রহমানের ছেলে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই আজিজ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন লাশ ময়না তদন্ত শেষে তার আত্ময়ি স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।