শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম নিক্কন: ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ে বাঙালি জাতির মুক্তির মহানায়ক,বাংলার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় প্রথম প্রহরে একশ দুই পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।
কেক কাটা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় সভাপতি ও পাবনা জজ কোটের সাবেক পি,পি এ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা,সাঁড়া ইউনিয়নে চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত,মধ্য দিয়ে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।
জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, বিদ্যালয় জাতীয় পতাকা উত্তোলন,জন্মশতবার্ষিকী পালন করেন বলে জানাযায়।