বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
জাহিদুল ইসলাম নিক্কন: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈশ্বরদীর ছাত্র ও যুব সমাজের আইকন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস ভাইয়ের দিক নির্দেশনায় অসহায়, ছিন্নমূল পথশিশু ও দিনমজুরদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ৪নং ওয়ার্ড ছাত্রলীগের বিল্পবী প্রচার সম্পাদক মোঃ মহিবুবুর রহমান মিম।২৫০ জনের ইফতার বিতরণ কালে ছাত্রলীগ নেতা বলেন আমাদের সবারই সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে । সে দায়বদ্ধতা থেকেই ইফতার সামগ্রী বিতরণ করছি এবং ভবিষ্যতেও করব।এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা এসএম রাতুল হাসান, সাদিকিন ইসলাম রাদ, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাইমুম, মেহেদী হাসান শুভ সহ আরো অনেকে। ছাত্রলীগ নেতা মিমের বড়ো ভাই
চিকিৎসকদের সংগঠন প্লাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির রাজশাহী জোনের কেন্দ্রীয় প্রতিনিধি মাহাবুবুর রহমান মিথুন বলেন, রাজনীতিতে তরুণ এবং শিক্ষিতদের এগিয়ে আসা উচিত। কারণ আজকের তরুণ ও মেধাবী ছাত্র সমাজই আগামী দিনের ভবিষ্যৎ । আমি আমার ভাইের এই প্রশংসনীয় উদ্দ্যেগ কে সাধুবাত জানাই। তরুণরা এগিয়ে আসলেই সমাজের সকল সমস্যার সমাধান সম্ভব।
ছাত্রনেতা মিম বলেন, আমার আদর্শ ও পথ চলার শক্তি যুবনেতা জনাব তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস ভাইের কাছে থেকেই আমি শিখেছি কিভাবে গবীর, আসহায় মানুষের পাশে থাকতে হয়। দোলন বিশ্বাস ভাই সবসময় গরীব দুঃখী আসহায় মানুষের পাশে দাড়ান, তিনি আমাকে সবসময় শিক্ষা দেন কিভাবে মানুষের উপকার করা যায়
তার দেওয়া শিক্ষা থেকেই আমার মনে অনুপ্রেরণা জাগে।
ইফতার বিতরণ কালে ছাত্রলীগ নেতা মিম
পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি, মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি মহোদয়ের জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।