রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
যমুনা নিউজ বিডিঃ আগামী ২৩ মে (সোমবার) ভারতের পুনেতে শুরু হবে নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যে টুর্নামেন্টে ফের খেলতে যাবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম তারকা সালমা খাতুন। টুর্নামেন্টে খেলার জন্য এরই মধ্যে ছাড়পত্রও পেয়েছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। তবে সালমার দল এখনো চূড়ান্ত হয়নি। আগের বারের মতো এবারও ট্রেইলব্লেজার্সের হয়ে খেলতে পারেন তিনি। ফের আইপিএলে ডাক পেয়ে উচ্ছ্বসিত সালমা। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। তবে আমি এখনো ঢাকায় না ফেরায় নিশ্চিত না। শুনেছি, এবার বাংলাদেশ থেকে আমি একাই ডাক পেয়েছি। সব ঠিক থাকলে ১৫ বা ১৬ তারিখ দেশ ছাড়ব। দল এখনো নিশ্চিত না, তবে আগের টিমেই হওয়ার সম্ভাবনা বেশি।
এর আগে সালমার সঙ্গে নারী আইপিএলে খেলেছেন জাহানারা আলমও। তবে এবার সালমা একাই পেয়েছেন এই সুযোগ। এবারের নারীদের আইপিএল টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৮ মে (শনিবার)।