তারিকুল আলম, সিরাজগঞ্জঃ ফেসবুক বন্ধুদের অর্থায়নে প্রতিবন্ধী শিশু ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন। সোমবার (৯ মে) বেলা একটার সময় অসহায় তিনটি পরিবারের মাঝে ৩টি সেলাই মেশিন প্রদান করেন মানব সেবাই সপ্ন গ্রুপের সদস্য বিন্দু। এসময় মানব সেবাই সপ্ন গ্রুপের এডমিন শামীম রেজা বলেন আমাদের ফেসবুক বন্ধুদের অর্থায়নে তিনটি অসহায় মানুষের মাঝে তিনটি সেলাই মেশিন ও তিনটি প্রতিবন্ধী মানুষের মাঝে তিনটি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। তামধ্য সড়ক দুর্ঘটনায় মৃত লোকমান হোসেন’র পরিবারকে ১টি সেলাই মেশিন, উপজেলা কামারখন্দ জেলা সিরাজগঞ্জ। সড়ক দুর্ঘটনায় নিহত শহিদুল ইসলাম পরিবারকে ১টি সেলাই মেশিন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনার বাসিন্দা। মৃত আব্দুল হামিদ এর পরিবারকে১টি সেলাই মেশিন প্রদান করা হয় সিরাজগঞ্জ সদর কালিয়াহরিপুর ইউনিয়ন’র মৌলভীপাড়ার বাসিন্দা। এছাড়াও প্রতিবন্ধী শিশু ইসমতারা(১০) উল্লাপাড়া উপজেলা, প্রতিবন্ধী শিশু রুবেল ( ১৪) শিয়ালকোল সিরাজগঞ্জ সদর, প্রতিবন্ধী শিশু রিপন (৪) কালিবাড়ি সিরাজগঞ্জ সদর।
এ সময় উপস্থিত ছিলেন হাসিবুল আলম বিপিএম পুলিশ সুপার সিরাজগঞ্জ নুরে আলম সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ, জনাব ফারহানা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি । সার্বিক সহযোগিতা করেছেন পুলিশ সদস্য ডিএসবি, শামীম রেজা, ইসমাইল হোসেন, আব্দুল মুমিন কলি , আব্দুল আলিম, আলমগীর হোসেন সোয়েব মোহাম্মদ এছাড়া আরো অনেকে।