শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শিরোনাম
মানুষ এখন শখ করে পান্তা ভাত খায় : খাদ্যমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশের অংশীদার হই, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত রই’ জয়পুরহাটে সমবায়ীদের তোপের মুখে যুগ্মনিবন্ধক ডিএমপি কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সার্বিক স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা ‘হু’ প্রধানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন কাউন্সিলর ডেরেক শোলের সাক্ষাৎ বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান কৃষিমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অর্থ আত্নসাৎ, দুই বছর বেতন বাড়বে না সমাজসেবা কর্মকর্তার

ঐতিহাসিক মহাস্থানে হযরত শাহ সুলতান বলখীর (রঃ) বিজয় উৎসবের দিন

এস আই শফিক বগুড়া (সদর) প্রতিনিধি : আগামীকাল ঐতিহাসিক মহাস্থান গড়ে হযরত শাহ সুলতান বলখী (রঃ) এর বিজয় দিবস বা বৈশাখের শেষ বৃহস্পতিবার। যথাযথ মর্যাদা ও ধর্মীয় উৎসাহ উদ্দিপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শেষ বৈশাখ বা শেষ বৃহস্পতিবার। মহামারী করোনার কারণে দু’বছর বন্ধ থাকলেও এবার এক সপÍাহ আগে থেকেই ভক্তদের আগমন লক্ষ্যনীয়।

বিশ্বের পুন্ড্রবর্ধন নামে খ্যাত বগুড়া জেলার শিবগঞ্জ থানার ঐতিহাসিক মহাস্থান গড়ে পালিত হচ্ছে পারস্য থেকে আগত হযরত শাহ সুলতান বলখী (রঃ) এর বিজয় দিবস বা বৈশাখের শেষ বৃহস্পতিবার। এদিনে হযরত শাহ সুলতান বিশ্বের পরাক্রমশালী হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে এখানে ইসলামের পতাকা উড্ডয়ন করেছিলেন। এদিনটি পালনের জন্য মহাস্থান গড়ে দেশ ও দেশের বাইরের বিভিন্ন এলাকা থেকে দুই শ্রেণীর লোকের আগম ঘটে। এক শ্রেণীর লোক সাধু সন্ন্যাসীবেশী গাঁজা সেবক এবং তাদের অনুসারী। আর এক শ্রেণীর লোক ধর্মপ্রাণ মানুষ। তারা সারারাত জেগে নফল ইবাদত বন্দেগী করে এরাতটি অতিবাহিত করে। আমাদের প্রতিনিধি এস আই শফিক জানান, প্রতি বছর গাঁজাসেবীরা মহাস্থান এলাকাকে কলুষিত করার জন্য চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু প্রশাসনের কঠোর হস্তেেপ গত কয়েক বছর পূর্ব থেকে তাদের আসা কিছুটা হলেও ব্যর্থ হয়ে গেছে। এরপরেও তারা মাযারের আশপাশের গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে গাঁজা সেবন করে থাকে। এবার শেষ বৈশাখী উপলে যারা গাঁজা, মদ, ফেন্সিডিল ও হেরোইন মজুদ করেছে তাদের সংখ্যাও কম নয়। তবে এদের উপর কড়া নজর থাকবে প্রশাসনের। এব্যাপারে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভির হাসান, সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী। আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে। দোষী ব্যক্তিদের বিচার করার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎনিক বিচার করে শাস্তির ব্যবস্থা করা হবে। শান্তি শৃংখলা বজায় রাখার জন্য মহাস্থান ডাক বাংলোয় প্রশাসনের লোকজন অবস্থান করবে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের প সকল ধর্মপ্রাণ মুসুল্লীদের নিকট সহযোগিতা কামনা করা হয়েছে। এ এলাকাকে আরো পবিত্র ও আইন শৃংখলার উন্নতি ও পর্যটন কেন্দ্রে পরিণত ও সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষে অজুখানা, প্রসাব পায়খানা, বিদ্যুতের লোড শেডিং হলে উন্নতমানের জেনারেটরের ব্যবস্থা, জিয়ারতকারীদের রাতযাপনের জন্য রেস্ট হাউজ বা বাসা নির্মাণ করে আরো সৌন্দর্য করার জন্য জিয়ারতকারী, বিদেশী পর্যটকগণ ও এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপরে নিকট জোর দাবী জানান।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© ইন্দোবাংলা২৪.কম সকল অধিকার সংরক্ষিত ২০২৩।
কারিগরি সহায়তায়: অল আইটি