বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
চিকিৎসাজনিত কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী দেশের বাহিরে যাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আ.লীগের ১নম্বর সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু এই দায়িত্ব পান।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী সভাপতি দিলীপ কুমার চৌধুরী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।