শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার সীমাবাড়ী-রাণীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের ৫২ বছর বয়সী বেলাল হোসেন ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ৪২ বছর বয়সী ফজর আলী খাজা। তাদের মধ্যে ফজর আলী বাসচালক ও বেলাল ভাড়ার বিনিময়ে মোটরসাইকেলে যাত্রী বহন করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজর আলী রাতে উপজেলার চান্দাইকোনা থেকে বেলালের মোটরসাইকেল ভাড়া করে নিজ গ্রামের দিকে রওনা দেন। পথে জামনগর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক বেলাল। এসময় ফজর ও বেলাল সড়কে পড়ে যান এবং একই সঙ্গে অজ্ঞাত যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ স্বজনেরা নিয়ে গেছেন। অজ্ঞাত পরিবহনকে সনাক্ত করা সম্ভব হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।